• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

ফেসবুক প্রোফাইল আরো গোপনীয় করবেন যেভাবে

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কাজের প্রয়োজনে বা অবসর সময় কাটাতে মাধ্যমটি দিনে একটি বারের জন্য হলেও ব্যবহার করতে হয়। ব্যবহার ও ব্যবহারকারীর সংখ্যা যখন বেশি তখন নিরাপত্তা ও গোপনীয়তার বিষয় আমলে নেয়াও জরুরি। নিজের চিন্তাভাবনা, তথ্য ও ছবি কাদের দেখাবেন তা ঠিক করে দেয়ার সুযোগ রেখেছে ফেসবুক। মেক ইউজ অবের প্রতিবেদনে কয়েকটি পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, যেগুলো অনুসরণ করলে ফেসবুক প্রোফাইলের গোপনীয়তা আরো বৃদ্ধি করা যাবে।

পোস্ট শুধু বন্ধুদের জন্য

পোস্টের গোপনীয়তার মান যদি পাবলিক অর্থাৎ সবার জন্য করা হয় তাহলে যে কেউ দেখতে পারবে। এমনকি ফেসবুকে অ্যাকাউন্ট না থাকলেও দেখা যাবে। এক্ষেত্রে ফ্রেন্ডস নির্বাচন করা যেতে পারে। এতে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরাই পোস্ট দেখতে পারবেন। এজন্য ব্রাউজারে ফেসবুক চালু করে ডান পাশে ওপরে প্রোফাইল আইকনে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন পাওয়া যাবে। সেখানে ‘সেটিংস’ নির্বাচন করে ‘ডিফল্ট অডিয়েন্স সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর ‘ফ্রেন্ডস’ বেছে নিলেই হয়ে যাবে। তাছাড়া প্রতিবার পোস্ট করার সময় অডিয়েন্স নির্বাচন করার সুযোগ থাকছে।

ব্যক্তিগত তথ্যের দৃশ্যমানতায় পরিবর্তন

Russian hotties wanna date
Crypto Casino: Get Welcome Bonus
Poker, Roulette, Blackjack & More!
ADVERTISEMENT

ফেসবুক প্রোফাইলে জন্মদিন, মোবাইল নম্বর, সম্পর্কসহ অনেকগুলো ব্যক্তিগত তথ্য দেয়ার সুযোগ থাকে। তবে সবগুলো পাবলিক করে রাখা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রয়োজনমাফিক কিছু ফ্রেন্ডস ও অনলি মি করে রাখা যেতে পারে। এজন্য ডান পাশে ওপরে প্রোফাইল আইকনে নিজের নামে ক্লিক করলে প্রোফাইল আসবে। এরপর যেতে হবে ‘অ্যাবাউট’ সেকশনে। সেখানে বেশকিছু তথ্য রয়েছে। প্রতিটি তথ্যের পাশে তিনটি করে ডট আছে। সেখানে ক্লিক করলে এডিট অপশন পাওয়া যাবে। সুবিধামতো অডিয়েন্স নির্বাচন করতে হবে।

বন্ধু তালিকা সবার জন্য নয়

অ্যাকাউন্ট খোলার পর ফেসবুকের বন্ধু তালিকা যে কেউ দেখতে পারেন। তবে অনেকেই মনে করেন এটি ব্যক্তিগত বিষয়। সেক্ষেত্রে বন্ধু তালিকার প্রাইভেসি ফ্রেন্ড বা অনলি মি করে রাখা যেতে পারে। এজন্য প্রোফাইল আইকন থেকে সেটিংস অপশনে যেতে হবে। এরপর বাম পাশে নিচের দিকে ‘হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ থেকে ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট’ থেকে পছন্দমতো অপশন বেছে নিতে হবে।

‘ফলোয়ারস’ সবার জন্য নয়

ব্যবহারকারী চাইলে কাদের ও কোন পেজগুলো অনুরণ করছেন তা গোপন করতে পারেন। এজন্য আগের মতো সেটিংস থেকে ‘ফলোয়ারস অ্যান্ড পাবলিক কনটেন্ট’ অপশনে যেতে হবে। এখানে বেশ কয়েকটি অপশন আছে। সেগুলো থেকে প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে।

অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করুন

ফেসবুক ব্যবহারের সময় এটি চালু করা থাকলে অন্যরা বুঝতে পারেন যে ব্যবহারকারী অনলাইনে আছেন। বন্ধ করতে মেসেঞ্জার আইকনে ক্লিক করলে একটু নিচেই তিনটি ডট পাওয়া যাবে। সেখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস অন বা অফ করার অপশন পাওয়া যাবে।

নিয়মমাফিক প্রাইভেসি চেকআপ

এর মাধ্যমে এক পেজে ফেসবুকের সব প্রাইভেসি বা গোপনীয়তার অবস্থা জানা যায়। কয়েকটি ক্যাটাগরিতে এসব ভাগ করা থাকে। কতদিন আগে পরখ করা হয়েছে তাও জানা যায়। এজন্য প্রোফাইল আইকন থেকে ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশন থেকে ‘প্রাইভেসি চেকআপ’ পাওয়া যাবে। পাশাপাশি প্রাইভেসি পরখ করে দেখার রিমাইন্ডার নির্ধারণেরও সুযোগ থাকছে। এজন্য পেজটিতে তিনটি ডট অপশনে গেলে সপ্তাহ, মাস ও বছরের ভিত্তিতে সময় বেছে নেয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category