• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

শিল্প গ্রুপ ও আলোচিত ব্যক্তির পাচার করা অর্থ ফেরাতে ১০ টিম

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

দেশের আলোচিত ১০টি শিল্প গ্রুপের বিদেশে পাচার করা অর্থের অনুসন্ধান ও তা ফেরাতে সরকারের তিন সংস্থার সমন্বয়ে ১০টি যৌথ টিম গঠন করা হয়েছে। সরকারি তিন সংস্থা হচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তিন সংস্থার কর্মকর্তাদের নিয়ে গঠিত টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। তাদের আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের অফিস।

সূত্র জানায়, অনুসন্ধানের তালিকায় আছে বেক্সিমকো, এস আলম, বসুন্ধরা, ওরিয়ন, নাসা, জেমকম, নাবিল, সামিট, শিকদার ও আরামিট গ্রুপ। এছাড়া এ তালিকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামও রয়েছে।

সূত্র জানায়, এসব গ্রুপ ব্যক্তিদের নামে ব্যাংক থেকে বেআইনিভাবে ঋণ নেওয়ার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে সন্দেহজনক লেনদেনের তথ্য। এর মাধ্যমে তারা অবৈধ সম্পদ অর্জন করেছেন। সরকারি খাতের রাজস্ব ফাঁকি দিয়েছেন। অর্থ পাচারের দায়ে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ওইসব গ্রুপ ও ব্যক্তির বিষয়ে তদন্ত হবে। এর বাইরে তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নামেও তদন্ত করা হবে। এসব তদন্তের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করবেন টিমের প্রধান। এসব টিমকে আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। অনুসন্ধানের আওতায় আনা প্রভাবশালী বেশির ভাগের ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে ফ্রিজ করেছে বিএফআইইউ। তাদের বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক তদন্তও সম্পন্ন হয়েছে। এতে প্রত্যেকের বিরুদ্ধে বেআইনি ব্যাংক লেনদেনের তথ্য মিলেছে।

জানা গেছে, এর আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং আত্মীয়স্বজনের যাদের বিষয়ে তদন্ত করা হবে, প্রাথমিকভাবে তার একটি তালিকা করা হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রেজওয়ান সিদ্দিক ববি, শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে ফাহিম, শেখ হেলাল, শেখ তন্ময়, আবুল হাসানাত আবদুল্লাহ, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং তাদের পরিবারের সদস্য, স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করা হবে।

অনুসন্ধানের আওতায় থাকা তালিকায় রয়েছে ব্যাংক দখল, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনা। এসব ব্যক্তি ও ব্যবসায়ী গ্রুপের সম্পদের পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণ, ঋণের ব্যবহার, অর্থের গতিপথ, তাদের ব্যবসায়িক ও অন্যান্য লেনদেন, ঋণের সুবিধাভোগীসহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালানো হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে তাদের বিষয়ে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এর আলোকে কিছু তথ্যও ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “শিল্প গ্রুপ ও আলোচিত ব্যক্তির পাচার করা অর্থ ফেরাতে ১০ টিম”

  1. Swarup Bikash says:

    অবাক হ’লাম যে, সাবেক অর্থ মন্ত্রী লোটাস কামাল এর নাম নেই।শেয়ার বাজারের কারসাজি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করাদের অন্যতম কারিগর। অবৈধভাবে অর্জিত অর্থ ফেরৎ আনার ব্যাপারে উদ্যোগী হওয়া প্রয়োজন।অবাক হয়ে চেয়ে থাকতাম, যখন দেখতাম পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দলের কোন সদস্য যখন এই লক্ষকোটি টাকা পাচারের ব্যাপারে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেন, তখন এই অর্থমন্ত্রীর উত্তর ছিল,‘‘আপনার আমাকে সেই পাচারকারীদের লিস্ট দেন,আমি ব্যবস্থা নেব! আশ্চর্য ব্যাপার তিনি যেন কিছুই জানেন না। আশা করি কমিটি ঠিক মতন ব্যবস্থা নিয়ে পাচারকৃত অর্থ ফেরৎ আনবেন ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category