• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

সিঙ্গাপুরে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ১১ বাংলাদেশি

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে অন্তত ১২ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হওয়া এসব শ্রমিকের মধ্যে ১১ জনই বাংলাদেশি, আর একজন মিয়ানমারের নাগরিক।

শনিবার প্রকাশিত দ্য স্ট্রেইটস টাইমস–এর প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) অভিযানে অংশ নেয়। গ্রেফতার হওয়া শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে।

সিএনবি জানায়, ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদক পাচার ও সেবনের অভিযোগে আটক করা হয়েছে। চার ঘণ্টাব্যাপী এই অভিযানে সিএনবি ছাড়াও হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা যুক্ত ছিলেন। ২৭ নভেম্বর রাত ৯টায় সিএনবি সদর দপ্তরে ব্রিফিং শেষে অভিযান শুরু হয়, যেখানে গণমাধ্যম প্রতিনিধিদেরও উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়।

চিহ্নবিহীন গাড়িতে করে কর্মকর্তারা বৃষ্টির মধ্যেই রাত ১২টার আগেই উডল্যান্ডসের ডরমিটরিতে পৌঁছেন। একটি কক্ষে চারজন শ্রমিককে হাত বাঁধা অবস্থায় মাটিতে বসে থাকতে দেখা যায়। কর্মকর্তারা তাদের ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করেন। পরে আরেক শ্রমিককে হাতকড়া পরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় ও তার আলমারি তল্লাশি করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মূল্যবান সামগ্রী স্বচ্ছ ব্যাগে ভরে সঙ্গে নেওয়া হয়।

আরেক কক্ষ থেকে আরও একজনকে আটক করা হয়। সেখানে পাওয়া যায় কাঁচের বোতল, কাটা স্ট্র ও রাবারের টিউবসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, যা প্রমাণ হিসেবে সিল করে রাখা হয়।

সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি বলেন, মাদক সেবন, পাচার এবং অন্যান্য অপরাধ দমনে এটি নিয়মিত প্রচেষ্টার অংশ। তিনি জোর দিয়ে বলেন, সমাজ, কর্মস্থল বা আবাস—সিঙ্গাপুরের কোথাও মাদকের কোনো জায়গা নেই।

সিএনবির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৩ হাজার ১১৯ জন মাদকসেবী গ্রেফতার হয়েছে, যা আগের বছরের ৩ হাজার ১২২ জনের তুলনায় সামান্য কম। তবে নতুন মাদকসেবীর সংখ্যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ৯৬৬, যা ২০২৩ সালের ৯৫২ জনের তুলনায় বেশি। প্রতিবেদনে আটক মাদকসেবীদের জাতীয়তা সম্পর্কে কিছু বলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category