আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। বেশ কিছু দিনের গুঞ্জনকে কাল দুপুর নাগাদ সত্যিই প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে জায়গা দেয়নি লিটনকে।
শেষ এক বছরে লিটন দাসের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার ফিফটি মোটে একটা। সেই ফিফটি নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়।
চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। সেই ফরম্যাটে আরও বিবর্ণ লিটন। ৫ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ৬ রান। এমন ফর্মের কারণে তার ওপর ভরসা করতে পারছেন না নির্বাচকরা। জায়গা দেননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
ঠিক সেদিনই লিটন গড়লেন ইতিহাস। অবিশ্বাস্য এক সেঞ্চুরি করে বসলেন। ৪৫ বলে সেঞ্চুরি করে বিপিএল ইতিহাসের দ্রুততম শতকটাকে নিজের করে নিলেন।
একই দিনে দল থেকে বাদ পড়ার দুঃসংবাদ আর এমন এক কীর্তি। গ্লাসে অর্ধেক পানি থাকলে লিটন যে ভরাট অংশটা দেখা মানুষের দলে, তার প্রমাণ মিলল তার কথাতেই। তিনি বলেই দিলেন, দিনটা আমার ছিল।
বললেন, ‘সবার আগে আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই। আসলে আমি অত বিগ হিটার নই। না, (হাসি) আমি বিগ হিটার না। আমার ইনিংসে চার বেশি থাকে সবসময়। আজকে আমার দিন ছিল আমি চেষ্টা করেছি কাজে লাগাতে।’
আগের ম্যাচে ৭৩ এর পর এবার ১২৫। লিটন নিশ্চয়ই এবার সময়টাকেও নিজের করে নিতে চাইবেন।