ইতিহাসের অন্যতম বিতর্কিত ক্রিকেট টুর্নামেন্টে পরিণত হয়েছে এশিয়া কাপ ২০২৫। শুরু থেকেই ভারত ও পাকিস্তান দলের মধ্যে চরম উত্তেজনা দেখা গেছে। গ্রুপ পর্বে ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি দলের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান, সেখান থেকেই বিতর্কের শুরু।
তবে মূল নাটক শুরু হয় ফাইনাল ম্যাচের পর। ভারত ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হলেও, তারা ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে।
জানা গেছে, ম্যাচ শেষ হওয়ার পর নাকভি নিজে ট্রফি নিয়ে চলে যান এবং সেটি এখন দুবাইয়ে এসিসি অফিসে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, নাকভির অনুমতি ছাড়া ট্রফি সরানো যাবে না।
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে। বোর্ডের মতে, যেহেতু এইবারের এশিয়া কাপ ভারতের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে, তাই এসিসি প্রধানের ট্রফি প্রদান ও নিজের কাছে রাখা অনৈতিক এবং নিয়মবিরুদ্ধ। বিসিসিআই সূত্রে জানা গেছে, তারা আগামী মাসে আইসিসির বৈঠকে এ বিষয়টি তুলতে চায়। এমনকি মহসিন নাকভিকে আইসিসি ডিরেক্টরের পদ থেকে সরানোর প্রস্তাবও উঠতে পারে বলে শোনা যাচ্ছে।
বিতর্ক আরও বেড়েছে মহসিন নাকভির একাধিক রাজনৈতিক মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পক্ষ নিয়ে দেওয়া বিবৃতির কারণে। তিনি শুধু পিসিবি চেয়ারম্যান নন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও; যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।
বর্তমানে ভারতের জয়ের দুই সপ্তাহ পার হলেও ট্রফি এখনও হাতে পায়নি ভারতীয় দল। মহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নিজে উপস্থিত না থাকলে ট্রফি হস্তান্তর করা হবে না।