• মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

‘ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নন’

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মার্কিনিরা ভিন্ন এক যুক্তরাষ্ট্রকে দেখল। বিপুল জনগোষ্ঠীর ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছয় মাস না যেতেই প্রতিবাদ ও বিক্ষোভে অনাস্থা জানিয়েছে তারা। বিক্ষোভকারীদের স্লোগান ছিল, এ দেশ হটকারি, মনস্টার ও স্বৈরশাসকের নয়। মানবতা, বাক স্বাধীনতা ও গণতন্ত্রের দেশ। জাতি, ধর্ম  ও বর্ণ বৈষম্যের স্থান জর্জ ওয়াশিংটন, আব্রহাম লিংকন ও বারাক ওবামার আমেরিকায় নেই। ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নন।

ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দেশটির স্থানীয় সময় শনিবার হওয়া এ বিক্ষোভের নাম ছিল ‘হ্যান্ডস অব!’

ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে একযোগে বিক্ষোভে ফুঁসে উঠেছিল যুক্তরাষ্ট্রের লাখো মানুষ। ওয়াশিংটন ডিসির জাতীয় স্মৃতিস্তম্ভের সামনে ও দেশটির অন্যান্য শহরে এক হাজার ২০০ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মার্কিন রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে শনিবারের বিক্ষোভ। বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের নেতিবাচক ভাবমূর্তি ও আর্ন্তজাতিক বাণিজ্যে ট্রাম্পের মাফিয়া মনোভাব এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধ্বস বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে। এমন অভূতপূর্ব বিক্ষোভ দেখে শাসকদল রিপাবলিকানদের কপালে ভাঁজ পড়ে গেছে। আগামী নির্বাচনগুলোতে এর প্রভাব পড়বে বলে ধারণা রাজনৈতিক সচেতনদের।

বিক্ষোভে অনেকে ইউক্রেনের পতাকা এবং ফ্রি প্যালেস্টাইন লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন।

বিক্ষোভে অংশ নেওয়া প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বায়োমেডিকেল বিজ্ঞানী টেরি ক্লেইন বলেন, ‘আমি ট্রাম্পের অভিবাসন নীতি, ডিওজিই বিষয়ক অবস্থান, ট্যারিফ, শিক্ষাসহ সবকিছুর বিরুদ্ধেই এসেছি। আমাদের গোটা দেশ, বিভিন্ন প্রতিষ্ঠান ও এমনকি সারা বিশ্ব আজ হুমকির মুখে।’

বিক্ষোভের সময় ট্রাম্প ফ্লোরিডার জুপিটার ক্লাবে গলফ খেলায় ব্যস্ত ছিলেন। খেলা শেষে ফ্রোরিডার মার-আ-লাগোতে ফিরে যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category