• শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

সব বাধা কেটে গেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রেস সচিব

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় নির্বাচন নিয়ে সব বাধা কেটে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে সব বাধা ও সংশয় ধুয়ে মুছে কেটে গেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয় নেই।’

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এটি ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে। ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।

শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা শুরু করেছে। আগামী দু-তিন সপ্তাহ পর থেকে সব দল তাদের প্রার্থীদের নাম প্রকাশ শুরু করবে। তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে। ইতোমধ্যে জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।

এ সময় আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।

ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category