খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক লাখ টন বাসমতি চাল এবং ৫০ হাজার টন গম আমদানি করবে সরকার। এছাড়া কৃষকের জন্য ৩০ হাজার টন সার ও টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ৫ হাজার টন চিনি কেনা হবে। আর আমদানি করা হবে দুই কার্গো এলএনজি গ্যাস।
সচিবালয়ে বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এ কেনাকাটায় ব্যয় হবে ২ হাজার ১০৪ কোটি টাকা।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা নিশ্চিত করেছি, চাল-গমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি। বিশেষ করে এ বছর রোজায় ডাল ও খেজুরের সমস্যা হবে না। আসন্ন রোজায় পণ্যের দাম না বাড়ে সে কারণে ছোলা, ডাল, চিনির তেল এবং খেজুর আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বেসরকারি পর্যায়ে আমদানি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশে কোন পণ্যের মজুত কতটুকু সেটি খতিয়ে দেখতে বলা হয়েছে।
বৈঠকে এক লাখ টন বাসমতি চাল-গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যয় হবে ৪৬৭ কোটি টাকা। এরমধ্যে সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন গম এবং ও ভারতের ভেলপুর পট্টাভী অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডে থেকে ৫০ হাজার টন আনা হবে। এছাড়া সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন গম আমদানির অনুমোদন দেয়া হয়। ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন গমের দাম ধরা হয়েছে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার।
ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পাঁচ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত হয়। এতে ব্যয় হবে ৬০ কোটি টাকা। প্রতি কেজির দাম নির্ধারণ ধরা হয়েছে ১২০ টাকা। দেশীয় প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ থেকে এ চিনি কেনা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, কাতার থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১৪০ কোটি টাকা। দেশটির মুনতাজাত থেকে সার কেনা হবে। প্রতি টনের মূল্য পড়বে ৩৮৯ দশমিক ৬৭ মার্কিন ডলার।
এদিকে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড থেকে দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ২৫৪ কোটি টাকা। সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এলএনজি আমদানি করা হবে। এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৬১৮ কোটি ৮৯ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির জন্য ব্যয় ধরা হয়েছে ১৩ দশমিক ১১ মার্কিন ডলার।