• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

পুরান ঢাকায় ৩০০ ভরি সোনা ছিনতাই এক সপ্তাহের মধ্যে

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

চার দিনের ব্যবধানে রাজধানীর পুরান ঢাকার বংশাল ও কোতোয়ালি এলাকায় ৩৩৬ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কিছু সোনা উদ্ধার হয়েছে।

পুলিশ ও মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, একজন সোনা ব্যবসায়ীর কর্মচারী তাঁতীবাজার থেকে ২৫০ ভরি সোনা নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা দেন। নয়াবাজার মোড়ে পৌঁছালে দু–তিনজন ব্যক্তি তাঁকে মারধর করে সোনা ছিনিয়ে নেন। পরে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই সোনা ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, ‘২৫০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ায় আমি মহাবিপাকে পড়েছি।’

এ প্রসঙ্গে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নয়াবাজার থেকে ২৫০ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে কিছু সোনা।

ওই ঘটনার তিন দিন পর পুরান ঢাকার জজকোর্টের সামনে আবারও সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা গেছে, গত বুধবার রাত নয়টার দিকে একজন ব্যবসায়ী ১ কেজি (প্রায় ৮৬ ভরি) সোনা নিয়ে জজকোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই ব্যক্তি তাঁর পথরোধ করেন। পরে তাঁর হাতে কামড় দিয়ে সোনা ছিনিয়ে নেন। এ ঘটনায় শফিকুল রহমান ও আল আমিন খান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ ইয়াসিন শিকদার প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে সোনা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category