কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার বন বিভাগের পাহারা দলের তিন সদস্য তিন দিনেও উদ্ধার হননি। তবে মুক্তিপণের টাকার পরিমাণ কমিয়ে জনপ্রতি ১০ লাখ টাকা করে দাবি করেছে সন্ত্রাসীরা। শুরুতে পরিবারের কাছে ফোন করে জনপ্রতি ২০ লাখ টাকা করে ৬০ লাখ দাবি করা হয়েছিল।
মুঠোফোনে যোগাযোগ করে এই মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান ও নেচারপার্ক মোচনী বন পাহারা দলের সভাপতি মোহাম্মদ ওসমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পাহাড়ের সংঘবদ্ধ অপহরণ চক্রের সন্ত্রাসীরা তিন বনপ্রহরীকে অপহরণ করে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। অপহৃত তিনজন হলেন হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের (২০), বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।