• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

অবশেষে ট্রেন চালু হলো ঈশ্বরদী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচল করা লোকাল ট্রেনটি অবশেষে চালু হয়েছে।

টেলি কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির পুনরায় উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ উপলক্ষ্যে রহনপুর রেলস্টেশন চত্বরে রেলবন্দর বাস্তবায়ন পরিষদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিয়াউর রহমান।

বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার, সিওপিএস আহসানউল্লাহ ভূঁইয়া, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ প্রমুখ।

ট্রেনটি ২৯ জুলাই সন্ধ্যায় রহনপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যায়।পরের দিন ৩০ জুলাই থেকে আগের সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী- ঈশ্বরদী রুটে চলাচল করবে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান গত ১৫ ফেব্রুয়ারী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে পত্র দিলে মন্ত্রী গত ১৬ জুলাই ট্রেনটি চালুর বিষয়ে মৌখিক আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় বুধবার ট্রেনটি চালুর অফিস আদেশ জারি করা হয়। এছাড়া ট্রেনটি পুনরায় চালুর দাবিতে রহনপুরসহ চাঁপাইনবাবগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category