• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

চলতি বছরের জানুয়ারিতেই ৫৯ নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার

Reporter Name / ২১৩ Time View
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

চলতি বছরের জানুয়ারিতে ৫৯ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ২৩ জন শিশু ও কিশোরী।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ)।

সংস্থাটি বলছে, জানুয়ারিতে ২৭৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এই সময়ে চারজন শিশু, ২১ জন কিশোরী ও ৪৫ জন নারীসহ মোট ৭৭ জন আত্মহত্যা করেছেন। এ ছাড়া একজন শিশু ও তিনজন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৫৯ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ২৩ জন শিশু ও কিশোরী রয়েছেন। একই সময়ে ছয়জন শিশু, তিনজন কিশোরী ও সাতজন নারী নিখোঁজ হয়েছেন। এ ছাড়া অজ্ঞাতনামা পরিচয়ে ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৩ জন পুরুষ ও আটজন নারী।

অন্যদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় ২৯ জন সাংবাদিক নানাভাবে হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে এম এস এফের পরিসংখ্যানে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category