• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

কেউ জাল নোট তৈরি করতেন, কেউ বাজারে ছাড়তেন

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

জাল নোট তৈরি ও বাজারে ছাড়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা-পুলিশ। রাজধানীর লালবাগ ও কেরানীগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন মো. মাহি, সাজ্জাদ হোসেন ও সাদমান হোসেন।

পুলিশ কর্মকর্তা জাফর হোসেন জানান, লালবাগের আরএনডি এলাকা থেকে ৫০ হাজার জাল নোটসহ মাহি নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে রবিন ও হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। তিনজনের কাছ থেকে ৯ লাখ ৭০ হাজার টাকার জাল নোট জব্দ হয়েছে। এ ছাড়া এক লাখ মূল্যের জাল রুপিসহ জব্দ করা হয়েছে জাল নোট তৈরির সরঞ্জাম।

গ্রেপ্তার আসামিরা দুই দলে ভাগ হয়ে এ কাজ করতেন জানিয়ে জাফর হোসেন বলেন, এক পক্ষ জাল নোট তৈরি করত। আরেক পক্ষ জাল নোট বাজারজাত করত। যাঁরা জাল নোট তৈরি করে দিতেন, প্রতি লাখ জাল নোটের জন্য তাঁদের ১০ থেকে ১২ হাজার করে টাকা দেওয়া হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category