• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

টেকনাফে নিহত ১, আহত ৭ বিজিবি-মাদক কারবারি সংঘর্ষে

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা উদ্ধার অভিযান চালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ছাড়া বিজিবি সদস্যসহ আরও সাতজন আহত হয়েছেন।

এ সময় ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রফিক (৪৮)। তিনি টেকনাফের হ্নীলার ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আহত সাতজনকে আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বিজিবি সদস্যের নাম আবদুল মালেক। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের নামও প্রাথমিকভাবে জানা যায়নি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, লেদা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমের ভাই জাফর আলমের বাড়িতে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ মাদক কারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। এ সময় বিজিবি সদস্যরা পাল্টা গুলি করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান এ ঘটনায় একজন নিহত ও কয়েক আহত হওয়ার খবর শুনেছেন বলে জানিয়েছেন। বিষয়টির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ইয়াবা উদ্ধারের অভিযানে বিজিবি ওপর হামলা, পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category