• বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৮ তৃতীয় এয়ারবাস ৩৩০ ইউএস-বাংলার বহরে যুক্ত হলো কোন দিকে যাবে এনসিপি, বিএনপি নাকি জামায়াত? কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের ১৫ সেনা কর্মকর্তাকে ফ্রান্সে কঠোর হচ্ছে রেসিডেন্স পারমিটের শর্ত, বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের নির্দেশ শাহজালালে পুড়েছে ২০০ কোটি টাকার বেশি ওষুধের কাঁচামাল রংপুরের ছয় সংসদীয় আসন শক্ত অবস্থানে জামায়াত, নেতৃত্বের লড়াইয়ে বিভক্ত বিএনপি আপিলের শুনানি শুরু তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে ব্যাংকে টাকা রেখে মাসিক মুনাফা গ্রহণ করে সংসার পরিচালনা কি জায়েজ?

পিছিয়ে পড়া মিয়ামিকে হ্যাটট্রিক করে জেতালেন মেসি

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ে এমএলএস মৌসুমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন সুপারস্টার। এটি মেসির এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক।

এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা মেসির এখন গোল সংখ্যা ২৯। আগের হ্যাটট্রিকটি করেছিলেন গত বছরের ১৯ অক্টোবর, নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ৬-২ ব্যবধানে জয়ের ম্যাচে।

৩৫ মিনিটে মেসির শটে প্রথমে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে আসে তার মৌসুমের ২৭তম গোল। তবে ৪৩ মিনিটে স্যাম সুরিজের হেডে সমতা ফেরায় ন্যাশভিল।

প্রথমার্ধে মিয়ামির চেয়ে অনেক বেশি আক্রমণ করে ন্যাশভিল। ১১টি শট নেয় তারা, যেখানে মিয়ামির ছিল মাত্র ৪টি। সেই ধারাবাহিকতায় যোগ হয় আরও একটি গোল। হানি মুখতারের শট পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে জ্যাকব শ্যাফেলবার্গ গোল করে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

পিছিয়ে পড়া মিয়ামিকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মেসি। ৬২ মিনিটে অ্যান্ডি নাজারের হাতে বল লাগায় পেনাল্টি পায় মিয়ামি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। চার মিনিট পর বালতাসার রদ্রিগেজের শটে আবারও এগিয়ে যায় ইন্টার মিয়ামি।

৮১ মিনিটে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের মাপা শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ইনজুরি টাইমের শুরুতেই তেলাস্কো সেগোভিয়া গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৫-২ এ।

এই হ্যাটট্রিকে গোল্ডেন বুট দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন মেসি। এখন তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা স্যাম সুরিজ ও ডেনিস বুয়াঙ্গার চেয়ে পাঁচ গোল এগিয়ে।

ইন্টার মিয়ামি মৌসুম শেষ করেছে ১৯ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে। ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়ে তারা প্লে-অফে উঠেছে। ন্যাশভিল ষষ্ঠ হয়ে তাদেরই মুখোমুখি হবে প্রথম রাউন্ডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category