• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘হোতা’: হিজবুল্লাহ নেতা

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

লেবাননের হিজবুল্লাহ গ্রুপের নেতা সাঈদ হাসান নাসরাল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘মূল’ কারণ। ইসরাইলি গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

ইসরাইলের ইংরেজি সংবাদপত্র ‘দ্য জেরুজালেম পোস্ট’ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের একজন মুসলিম পণ্ডিতের স্মরণসভা অনুষ্ঠানে নাসরাল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যের প্রধান সমস্যা হচ্ছে সব কিছুতে আমেরিকার জঘন্য ও নগ্ন হস্তক্ষেপ।

নাসরাল্লাহর উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, আমরা আমেরিকার বশ্যতার ভিত্তিতে একটি সংস্কৃতি ও নীতির মুখোমুখি হচ্ছি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ব্যাপারে দেওয়া তাদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

২০১৪ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থার অবসানে যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার কারণেই দ্বি-রাষ্ট্র সমাধান ম্লান হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, মন্ত্রিদের সম্পর্কে অভিযোগকারী লেবাননের নাগরিকদের এমন অবস্থান থেকে সরে এসে ‘অত্যাচারী আমেরিকার’ ওপর ‘তাদের ক্ষোভ ঢেলে দেওয়া উচিত।’ কেননা, মিশরের গ্যাস এবং জর্ডানের বিদ্যুত খাতের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে লেবাননে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়।

নাসরাল্লাহ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে আসছেন। গত মার্চ মাসে তিনি লেবাননের দুর্নীতির অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category