অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইউরোপের আধিপত্য খর্ব করে একযুগ পর শিরোপা জিতল লাতিন আমেরিকার কোনো দল।
আর্জেন্টিনার লা প্লাতার দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইতালিকে ১-০ গোলে হারিয়ে যুব বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জিতেছে উরুগুয়ে।
৮৬ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সি ফরোয়ার্ড লুসিয়ানো রদ্রিগেজ। বড়দের বিশ্বকাপ দুবার জিতলেও ছোটদের বিশ্বকাপে এই প্রথম শিরোপা জয় করল উরুগুয়ে।
বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।