প্রশ্ন: কুরবানির দিনগুলোতে কেউ কুরবানি না করতে পারলে তার করণীয় কী?
উত্তর: যার ওপর কুরবানি ওয়াজিব সে কুরবানির দিনগুলোতে কুরবানি করতে না পারলে কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করে দেবে । আর যদি পশু ক্রয় করে থাকে তাহলে ওই পশু জীবিত সদকা করে দেবে।
এমনিভাবে কোন গরিব কুরবানির নিয়তে পশু ক্রয় করার পর যদি কুরবানি করতে না পারে তাহলে সেই পশুকে জীবিত সদকা করে দেবে।
সূত্র: ফাতাওয়া কাযীখান ৯/২৪৩ বাদায়েউস সানায়ে-৪/২০২ ফাতাওয়া শামী-৯/৪৮৯ তাবইনুল হাকায়েক-৬/৪৭৮