• শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

কুরআনে বর্ণিত ‘আবাবিল’ পাখি কি এখনও আছে?

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

প্রশ্ন: কুরআনে বর্ণিত আবাবিল পাখি বর্তমানে আছে কি? থাকলে কোথায় আছে?

উত্তর: কুরআন মজিদের সূরা ফীলে আছে, আল্লাহ তায়ালা হস্তিবাহিনীকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে ছোট পাখি পাঠিয়েছিলেন। কিন্তু সেটি কোন্ পাখি, কুরআন মজিদে তার নাম বলা হয় নি।

অনেকেই মনে করে থাকেন, কুরআনে বর্ণিত ‘আবাবিল’ কোনো বিশেষ পাখির নাম। কিন্তু আবাবিল কোনো বিশেষ পাখির নাম নয়।

যে সমস্ত পাখির দ্বারা কংকর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ তাআলা আবরাহার আসহাবুল ফিলকে ধ্বংস করে দিয়েছেন এবং কা’বাকে রক্ষা করেছেন তাদের কথা সুরা ফিল-এ এভাবে এসেছে-

وارسل عليهم طيرا ابابيل

এই আয়াতের অর্থ হল, এবং আল্লাহ তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন।

এখানে ‘আবাবিল’ শব্দটি ‘ইববালা’-এর বহুবচন এর অর্থ ‘ঝাঁকে ঝাঁকে, দলে দলে’। উদ্দেশ্য হল, অনেক পাখি পাঠানো হয়েছিল।

সাধারণ মানুষ মনে করে যে, ‘আবাবিল’ বলে ঐ পাখিগুলোর নাম বুঝানো হয়েছে। এ ধারণা ঠিক নয়। আসলে আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে।

এখন কথা হল, যে পাখি দ্বারা আসহাবুল ফিলকে ধ্বংস করা হয়েছে, সেই পাখিগুলোর নাম কী? এ বিষয়ে কুরআনে কিছু বলা হয়নি এবং এ বিষয়ে ইতিহাসের বক্তব্যও বিভিন্ন ধরনের। (তাফসীরে তবারী ২৪/৬২৭-৬২৮; তাফসীরে কুরতুবী ২০/১৯৬-১৯৭)

সুতরাং সেই পাখিগুলোর প্রজাতি বর্তমানে আছে কিনা; তা আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category