২০২৩ সালে ক্রিকেটের তিন ফরম্যাট তথা টেস্ট, ওয়ানডে ও টি-টেয়েন্টিতে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল। তিনি ৫২ ইনিংসে ৭টি সেঞ্চুরি আর ১০টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ২১৫৪ রান করেন।
গেল বছরে ৩৬ ইনিংসে ব্যাট করে ৮টি সেঞ্চুরি আর ১০টি ফিফটির সাহায্যে ২ হাজার ৪৮ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
বছরে সর্বোচ্চ রান সংগ্রহে তৃতীয় পজিশনে আছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ড্যারেল মিচেল। তিনি ৫৫ ইনিংসে ৬টি সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে ১৯৮৯ রান করেন।
গেল বছরে ৪৪ ইনিংসে ব্যাট করে ৫টি সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে বাংলাদেশের সর্বোচ্চ ১৬৫০ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এই রান সংগ্রহের পথে বাংলাদেশ দলের আপৎকালীন অধিনায়ক শান্ত ছাড়িয়ে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটস্যান বাবর আজমকে। বাবর গেল বছরে ৩৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি আর ১০টি ফিফটির সাহায্যে ১৩৯৯ রান সংগ্রহ করেন।
শুধু বাবর আজমকেই নয়! গেল বছরে রান সংগ্রহে ডেভিড ওয়ার্নার (১৪৯৮), স্টিভ স্মিথ (১৪৩৯), মার্নাস লাবুশেনকেও (১৬২৬) ছাড়িয়ে গেছেন শান্ত।