রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশে ইউক্রেন এ হামলা করেছে বলে দাবি রাশিয়ার। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সংবাদ সম্মেলনে এই বিষয় কথা বলেন তিনি। খবর সিএনএনের।
জেলেনস্কি বলেন, ‘আমরা পুতিন কিংবা মস্কোকে আক্রমণ করি না। এই ধরনের অনাবশ্যক ঘটনা সংঘটিত করার মতো যথেষ্ঠ অস্ত্র ইউক্রেনের হাতে নেই।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের অঞ্চলে লড়াই করছি, আমাদের গ্রাম-শহরকে রক্ষায় যুদ্ধ করছি। এই ঘটনার মতো (ক্রেমলিনে ড্রোন হামলা) যথেষ্ঠ অস্ত্র আমাদের নেই।
জেলেনস্কি বলেন, ‘আমরা পুতিনকে আক্রমণ করব না। তাকে আমরা আন্তর্জাতিক ট্রাইবুন্যালের হাতে ছেড়ে দিয়েছি।’