• সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

এবার হুতিদের ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

গাজায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাসের হয়ে লড়াই করার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুতি নেতা আব্দেল-মালেক আল হুতি বলেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি গাজায় হস্তক্ষেপ করে তাহলে আমরাও সামরিক অভিযান চালাব। গাজায় একটি বিপদসীমা রয়েছে। আমরা অন্যান্য দলের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত।

হামাসের হামলায় গত তিন দিনে অন্তত এক হাজারের বেশি ইসরাইলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরাইলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৮৩০ ফিলিস্তিনি।

গাজায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বাস করে। ২০০৭ সাল থেকেই গাজার আকাশ, স্থল ও সমুদ্র অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। তাই, মূলত আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল সেখানকার বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category