সিলেটে ফের শুরু হয়েছে লোডশেডিংয়ের ঘোড়ারোগ। সিটি করপোরেশনের নির্বাচন শেষ হতেই এই রোগ ফের ভর করেছে নগরবাসীর ঘাড়ে।
বেশ কয়েকবার লোডশেডিংয়ের ঘটনা ঘটে নগরীতে। অথচ গত তিন সপ্তাহ বিদ্যুৎ সরবরাহ ছিল নিরবচ্ছিন্ন।
বিদ্যুৎবিভাগ জানায়, গতকাল ২৪ ঘণ্টায় প্রায় ৪ ঘণ্টার লোডশেডিং হয়েছে। চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ না পাওয়ায় এই লোডশেডিং। স্থানীয় পর্যায়ে কোনো কারসাজি বা ত্রুটির কারণে নয়।
সিলেট বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ পেয়েছি ৩০০ মেগাওয়াট। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা বেড়ে সরবরাহ পেয়েছি ৩২৯ মেগাওয়াট। ফলে সামলানো কষ্টকর হয়ে দাঁড়ায়।
অনেকটা একই রকম বক্তব্য নগরীর বাগবাড়ি বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী ফয়ছল তালুকদারের।
নেহার মার্কেটের ব্যবসায়ী বদরুল মিয়া বলেন, নির্বাচনের পর ফের হঠাৎ করে লোডশেডিং শুরু হয়েছে। এটা সামাল দেওয়া জরুরি।
ব্যবসায়ী রাজ্জাক মিয়া বলেন, সাধারণ মানুষ এতকিছু বুঝে না। তারা ফ্রি নয়, টাকা দিয়েই বিদ্যুৎ চায়। লোডশেডিং বাড়লে বিদ্যুৎ বিভাগ, মেয়র, সরকারের ওপরই ক্ষোভ বাড়বে।