এবার রাজধানীতে বসছে অস্থায়ী ২০টি কোরবানি পশুর হাট। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসসিসি) বসাচ্ছে ৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বসাচ্ছে ১১টি। কয়েকটি হাটের ইজারাদারের কার্যাদেশ দেওয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
তবে আফতাবনগরের দুটি হাট নিয়ে এলাকাবাসী আপত্তি জানিয়েছেন। তারা দুই মেয়রের কাছে হাট বাতিলের দাবি জানিয়ে চিঠিও দিয়েছেন। তাতে সাড়া না দেওয়ায় উচ্চ আদালতে হাটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। শুনানিতে বুধবার হাইকোর্ট আফতাব নগরের দুটি হাটের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন।
বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক ও আইনজীবী এসএম শামীম হোসাইন। আফতাবনগর হাটের বৈধতা নিয়ে রিট দায়ের করেন আফতাব নগরস্থ জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কাজল। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটের আইনজীবী শামীম হোসাইন জানান, আদালত রিটের শুনানি শেষে রুল জারি করেছেন। একইসঙ্গে ইজারা বিজ্ঞপ্তির আফতাবনগর অংশ স্থগিত করেছেন।
জহিরুল ইসলাম সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী বলেন, আফতাবনগর একটি আবাসিক এলাকা। তাছাড়া এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিবছর এখানে কোরবানি পশুর হাট বসানোয় এলাকাবাসীর মারাত্মক ধকল সইতে হয়। প্রতিবছর আমরা হাট না দেওয়ার অনুরোধ করি দুই সিটিকে। কিন্তু তারা তা শোনেন না। আমরা দুই সিটি মেয়রকে চিঠি দিয়েছি হাট বসানোর সিদ্ধান্ত বাতিল করতে। কিন্তু তারা তা আমলে না নেওয়ায় আমরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিই।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম গণমাধ্যমকে বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার জন্য সিটি করপোরেশন কোরবানির হাট বসিয়ে থাকে, রাজস্ব আয় এখানে মুখ্য বিষয় নয়। আফতাবনগর হাট বসানোর ব্যাপারে ডিএনসিসির অবস্থান অন্যান্য বারের মতো রয়েছে বলে জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইছার মোহাম্মদ ফারাবি গণমাধ্যমকে বলেন, আফতাবনগরে ডিএসসিসি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে নগরবাসী সংক্ষুব্ধ হলে বা রিট করলে তখন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডিএনসিসির ৯টি হাট : ১৬ এপ্রিল ডিএনসিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা উত্তরের ৯টি অস্থায়ী কোরবানি পশু হাটের তালিকায় রয়েছে- ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, উত্তরা ডিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরস্থ ব্লক-ই, এফ, জি, এইচ, এল, এম, এনসহ তৎসংলগ্ন খালি জায়গা, মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলাস্থ ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা এবং খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্টসংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গায়।
ডিএসসিসির ১১টি হাট : ৪ এপ্রিল ডিএসসিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির অস্থায়ী কোরবানি পশু হাটের তালিকায় রয়েছে- উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশ-পাশের খালি জায়গা, দনিয়া কলেজসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক- ই, এফ, জি, এইচ সেকশন-১ ও ২ এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা।