ভাগ্যের চাকা ঘোরাতে বহু আগে থেকে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। কারও ভাগ্যের চাকা ঘোরে আবার কারও চাকা ঘোরার আগেই লাশ হয়ে দেশে ফিরতে হয়।
তেমনি একজন কুয়েত প্রবাসী প্রায় দেড় যুগ আগে জীবিকার তাগিদে কুয়েত পাড়ি জমান বরিশাল সদর উত্তর আলেকান্দা হারুনুর রশিদের ছেলে মেজবাহ উদ্দিন। কাজ করেন বিভিন্ন জায়গায়। টাকা কামিয়েছেন ঠিকই কিন্তু হাসিমুখে দেশে ফেরার আগেই জীবনের প্রদীপ নিভে যায়।
গত ১৯ মার্চ কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মেজবাহ। তার লাশ মর্গে পড়ে থাকলেও কেউ জানতো না তিনি মারা গেছেন। তার আত্মীয়রা বহু খোঁজাখুঁজি করে।
নিহত মেজবাহ উদ্দিনের মামাতো ভাই রিসাত বলেন, কুয়েতে আসার পরে দেড় যুগেরও বেশি সময় দেশে যায়নি মেজবাহ ভাই। নিখোঁজ হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও খোঁজ মেলেনি। একেক জন একেক রকম তথ্য দিয়েছেন।
১৫ দিন পর দূতাবাসের মাধ্যমে জানতে পারে তিনি আর বেঁচে নেই। আমরা জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার লাশ সোবাহান মেডিকেলের হিমঘরে রাখা আছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।