• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

কুরআন অবমাননায় সৌদির তলব সুইডিশ রাষ্ট্রদূতকে

Reporter Name / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরব। গত সপ্তাহে সুইডেনের রাজধানী স্টোকহোমের একটি মসজিদের সামনে কুরআন পুড়িয়ে ফেলেন এক সুইডিশ নাগরিক।

সৌদি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে কুরআন অবমাননার এ ঘটনাকে ব্যাপক সমালোচনা করে ‘অমার্জনীয়’ আখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মতপ্রকাশের অনুমোদন দিতে গিয়ে এখানে অন্যের প্রতি অসম্মান ও অন্যের মূল্যবোধকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এর আগে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, এ ধরনের ঘৃণামূলক কাজকে কোনো যুক্তি দিয়েই গ্রহণ করা যায় না। এর মাধ্যমে স্পষ্টভাবে ঘৃণা এবং বর্ণবাদকে উস্কে দেওয়া হয়েছে। তাছাড়া এটি সহনশীলতা, সংযম এবং চরমপন্থাবিরোধী মূল্যবোধের আন্তর্জাতিক প্রচেষ্টার সরাসরি পরিপন্থি। সেই সঙ্গে এ ঘটনা পারস্পরিক সম্মানকে ক্ষুণ্ন করে।

এদিকে এ প্রসঙ্গে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ওই ব্যক্তির প্রতিবাদ আইনিভাবে বৈধ হলেও, কাজটা সঠিক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category